ঢাকাঃ আগামী দশ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে দেয়া এবং রাখাল রাহাকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন।
মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মিলিত শিক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রিয়াজুল হক সাজ্জাদুল হক ওরফে রাখাল রাহাকে কারিকুলাম বাতিল আন্দোলনের পুরোধা হিসেবে জাহির করে এনসিটিবি দুর্নীতি ও ব্যর্থতা আড়াল করতে চেয়েছেন।
পাঠ্যপুস্তকে আওয়ামী বন্দনা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা বইয়ের পেছনে নেয়াসহ নানা বিতর্কিত ইস্যুতে রাখাল রাহার হাত রয়েছে বলে অভিযোগ তুলেন অভিভাবকরা।
এ সময় কারিকুলাম বাতিলের আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে মামলার শিকার হওয়া ব্যক্তিদের জব্দ করা মালামাল ফেরত দেয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করা হয়।
অভিভাবকরা কারিকুলাম পরিমার্জনসহ সব প্রক্রিয়ায় অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.