নিজস্ব প্রতিবেদক।। হাবিবুল বাশার সুমনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের নাম জড়িয়ে আছে। বাশারের অধিনায়কত্বে অনেক দলকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে যে কয়জন মানুষের বড় অবদান আছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
খেলোয়াড়ি পেশা ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবির নির্বাচকের দায়িত্বে। ছেলে-মেয়ে উভয় বিভাগেই পালন করেছিলেন নির্বাচকের দায়িত্ব। সবশেষ গেল বছর সেই দায়িত্ব ছেড়ে নতুন করে দায়িত্ব পান নারী বিভাগের। তবে বছর ঘুরতেই আবার বদলে গেল তার কাজ।
নতুন করে এবার বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ সোমবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা। সেখানে বাশারকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
সভা শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছিলেন, ‘হাবিবুল বাশার আগে আমাদের নারী ক্রিকেট দেখতেন। তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।’
শিক্ষাবার্তা /এ/০৪/০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.