এইমাত্র পাওয়া

ময়মনসিংহের একটি কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহঃ বিধি বহির্ভূত ও বিনা অনুমতিতে বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বাবদ কলেজ ফান্ডের প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি তদন্ত টিম গঠন করা হয়।

এ ঘটনার কারণ দর্শানোর নোটিশসহ সাত কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন কলেজের অধ্যক্ষ।

স্থানীয় সূত্র ও কারণ দর্শানো চিঠি থেকে জানা গেছে, ওই কলেজের উদ্যোক্তা উন্নয়নের প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ এবং ব্যাংকিংয়ের প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার ২০০৬ সালে এ কলেজে যোগ দেন।

২০১৬ সালে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হওয়ার পর ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দুইজনই পাঁচ লাখ ৯২ হাজার ৮৮০ টাকা করে মোট ১১ লাখ ৮৫ হাজার ৭৬০ টাকা বিধি বহির্ভূতভাবে উত্তোলন করেন। কলেজে যার কোনো রেজুলেশন নেই। এমনকি তখনকার পরিচালনা কমিটিও এ বিষয়ে অবগত ছিল না।

সম্প্রতি কলেজ অভ্যন্তরীণ এক অডিটে কলেজ অধ্যক্ষের নজরে ঘটনাটি পড়লে তা প্রকাশ হয়।

কারণ দর্শানো নোটিশ ঘেঁটে দেখা যায়, বাড়ি ভাড়া ও উৎসব ভাতার টাকা নিতে দুই শিক্ষক ফেব্রুয়ারি ২০১৬ থেকে মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিমাসে এক ৮৩০ টাকা হিসাবে ২৬ মাসে উত্তোলন করেন মোট ৪৭ হাজার ৫৮০ টাকা। এপ্রিল ২০১৮ হতে ২০১৯ জুন পর্যন্ত প্রতি মাসে ছয় হাজার ৬০০ টাকা হিসাবে ১৪ মাসে তারা উত্তোলন করেন মোট ৯২ হাজার ৪০০ টাকা। ২০১৯ সালের জুলাই হতে ২০২০ পর্যন্ত প্রতিমাসে চার হাজার ৪০০ টাকা হিসাবে ৯ মাসে উত্তোলন করেন ৩৯ হাজার ৬০০ টাকা। ফেব্রুয়ারি ২০২০ হতে মার্চ ২০১৩ পর্যন্ত প্রতিমাসে সাত হাজার ৩০০ হিসাবে ২৬ মাসে উত্তোলন করেন এক লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

২০২৩ সালের এপ্রিল হতে ২০২৪ এর নভেম্বর পর্যন্ত প্রতিমাসে ছয় হাজার ৬০০ টাকা হিসাবে ২০ মাসে মোট উত্তোলন করেন এক লাখ ৩২ হাজার টাকা। এই টাকার মধ্যে বাড়ি ভাড়া বাবদ নেন পাঁচ লাখ ১৩ হাজার ৮০ টাকা। অপরদিকে উৎসব ভাতা বাবদ নেন ৯১ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় ওই দুইজন নিজেদের আওয়ামী সমর্থক পুষ্ট প্রকাশ করে কলেজে প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন। ৫ আগস্ট পট পরিবর্তনের ফলে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ফুলেফেঁপে উঠে এলাকার লোকজন।

তাদের চাপের মুখে পড়ে কলেজ অধ্যক্ষ বাধ্য হন ওই দুই শিক্ষকের আত্মসাৎ করা টাকা ফেরতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।

অভিযুক্ত নীলকজন্ঠ আইচ মজুমদার ও মানিক চন্দ্র দেবনাথ জানান, ‘নিজেদের ইচ্ছায় ওই টাকা গ্রহণ করেননি তারা। কলেজের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পরই কলেজ ফান্ডের টাকা সবাইকে দেওয়া হয়।

এই সব টাকা নেওয়ার সিদ্ধান্তের কোনো রেজুলেশন তো কলেজে নেই এমন প্রশ্ন করলে তারা বলেন, ‘শুধু আমাদের দোষ কেনো, সবাই তো নিয়েছে।’

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তুফা জানান, তিনি যোগ দিয়েছেন ২০২৩ সালের ১৫ মার্চ। তার আগেই সব হরিলুট হয়েছে। অন্য যে-সব শিক্ষক নিয়েছে তাদের কাছেও টাকা ফেরত চাওয়া হবে। এতে মোট টাকার অঙ্ক হবে কমপক্ষে কোটি টাকা। যা আদায় করতে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহম্মেদ জানান, এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.