এইমাত্র পাওয়া

উপজেলা শিক্ষা অফিসে ভাঙচুরের ঘটনায় এক প্রধান শিক্ষক আটক

ময়মনসিংহঃ হালুয়াঘাটে উপজেলা শিক্ষা অফিসে ভাঙচুরের ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন বরখাস্তকৃত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ । সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আকস্মিক অফিসে ঢুকে অফিসের আসবাবপত্র ও কম্পিউটার ভেঙ্গে ফেলে ।

এ বিষয়ে শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন বলেন, শহিদুল অফিসে প্রবেশ করে মারমুখি আচরন শুরু করে । এটা দেখে আমি ভয়ে কৌশলে অফিস থেকে বের হয়ে অন্য একটি অনুষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর আমাকে মুঠোফোনে ভাঙচুরের বিষয়ে জানালে আমি হালুয়াঘাট থানায় অবহিত করি ।

তিনি আরো জানান, শহিদুল উপজেলার মেহের আলী সরকারি প্রাথকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন । দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে বিভাগীয় অভিযোগে তদন্ত শেষে প্রথমে সাময়িক এবং পরবর্তিতে গত ২০২৪ সালের ১২ মার্চ চূড়ান্তভাবে বরখাস্ত করা হয় ।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । অভিযুক্ত শহিদুলের পরিবার, সহকর্মী ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছেন তাহার চিকিৎসা চলমান রয়েছে ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.