নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি দেওয়া হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট. সম্মাননার মধ্য দিয়ে চবি শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।’
উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘‘আমি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেছি। দুইজন সিন্ডিকেট সদস্য এবং দুইজন উপ-উপাচার্য আমার সঙ্গে ছিলেন। আমরা প্রধান উপদেষ্টার কাছে কিছুই চাইনি। আমরা সেখানে গিয়ে শুধু একটা কথাই বলেছি তা হলো, ‘আপনাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের ক্যাম্পাসে নিয়ে যেতে চাই এবং সেখানে একটি সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডি. লিট সম্মাননা দিতে চাই।’’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনে খুশি হয়েছেন। এ বিশ্ববিদ্যালয় নিয়ে ওনার একটা আলাদা ভালো লাগা কাজ করে। তিনি আমাদের কথায় রাজি হয়েছেন। আমরা দুই ধরনের সমাবর্তনের কথা উনাকে জানিয়েছিলাম। একটি প্রধান উপদেষ্টাকে পুরস্কৃত করার মাধ্যমে। আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তন হয় সেটা। তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তনটি হয়, সেটাকেই প্রাধান্য দিয়েছেন।’
উপাচার্য আরও বলেন, ‘তিনি রাজি হয়েছেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে বেশ কিছু কমিটিও তৈরি করা হয়েছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.