নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে তৃতীয় দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা শনিবারের মধ্যে এসব দাবি না মানলে রবিবার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচী থেকে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।
আন্দোলনকারীরা বলছেন, মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে। তবে জাতীয়করণে সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না, ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী বলেন, “আমরা আশ্বাসে বিশ্বাসী না, এখানে (প্রেস ক্লাব) এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে।
“জাতীয়করণ না করলেও সামনের ঈদ থেকেই সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাব।”এমপিওভুক্ত শিক্ষকরা এখন এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.