মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি অক্সফোর্ড একাডেমির ইংরেজি বিভাগের শিক্ষক ও ঘিওর উপজেলার করোটিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চারতলায় ওঠার পথে শিক্ষক গোবিন্দ চন্দ্র শীল তাকে একা পেয়ে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। আতঙ্কিত হয়ে দৌড়ে চলে গেলে সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীদের সহায়তায় বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানানো হয়। তবে প্রধান শিক্ষক তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে শিক্ষার্থীকে শান্তনা দিয়ে ক্লাসে ফেরত পাঠান। পরে ছাত্রীটি বাসায় গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে।
ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।’
অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, স্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত শিক্ষকেও আটক করা হয়েছে। তদন্ত করে অন্যান্য জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.