এইমাত্র পাওয়া

শিফটভিত্তিক ফলাফল দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ফলাফল শিফটভিত্তিক করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

অশালীন মন্তব্যের জেরে দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচঅশালীন মন্তব্যের জেরে দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ

উপাচার্য রেজাউল করিম বলেন, আজকে সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলছে। আশা করছি ৮৫-৯০% উপস্থিতি থাকতে পারে।

২০১৮-১৯ ও ২০১৯-২০ সেশনে সম্পূর্ণ লিখিতভাবে হয়েছে ভবিষ্যতেও লিখিত পরীক্ষা হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয় যে কিভাবে পরীক্ষা নেব। ভবিষ্যতে একাডেমিক কাউন্সিল যদি মনে করে সম্পূর্ণ লিখিত পরীক্ষা নেবে তাহলে লিখিত নেওয়া হবে।

ফলাফল প্রকাশের সময়ের বিষয়ে উপাচার্য বলেন, আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.