এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের নিয়োগে আপিল করেছে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

এ রায়ের সঙ্গে সঙ্গে আইনজীবীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নিয়োগপ্রত্যাশীরা। এসময় আদালতের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। এ পরিস্থিতিতে তড়িঘড়ি করে এজলাস ছাড়েন বিচারপতিরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে স্লোগান তুলে। পরে সড়কে নেমে এসে টানা আন্দোলন করছেন তারা।

এই আন্দোলনকারীদের উদ্দেশে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ছয় হাজার ৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে।

এদিকে একই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছেন। সুপারিশে প্রাধান্য দেয়া হয়েছে শিখন মানের স্থবিরতা দূরীকরণ এবং শিশুর শিখন, কল্যাণ ও নিরাপত্তাকে সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করাকে।

বেতন ও পদবি নিয়ে কমিটির করা সুপারিশে শিক্ষকরা সম্মত হলে সেটি বাস্তবায়নে চেষ্টা করা হবে।

কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ বলেন, সুপারিশগুলোকে আশু, মধ্য ও দীর্ঘমেয়াদে ভাগ করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতি ও অসদাচরণ নিরোধ, শিক্ষক ও শিক্ষা কর্মীর পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের ভিত্তিমূল দক্ষতা বৃদ্ধিসহ ১৪ টি প্রধান সুপারিশ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.