নিজস্ব প্রতিবেদক।। দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১লা ফেব্রুয়ারি শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। সেহিসেবে ১৪ই ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শবে বরাতের রাত এবাদত বন্দেগিতে কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। এ রাতটিকে অনেকে ভাগ্য রজনী বলে মনে করে থাকেন।
শিক্ষাবার্তা /এ/৩১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.