এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা’য় সংবাদ: বকশিগঞ্জের সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের চিঠি ইস্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর নিয়োগ জালিয়াতি ও নানা অপকর্মে লিপ্ত থাকা জামালপুরে বকশীগঞ্জ উপজেলাধীন নীলাখিয়া আর,জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুজাউদ্দিনের বিরুদ্ধে তদন্ত করবে মাউশ ময়মনসিংহ আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়। আগামী ১০ ফেব্রুয়ারী সরেজমিনে তদন্তে যাবেন আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক।

এর আগে গত ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে ” বকশীগঞ্জ: জালিয়াতি করে প্রধান শিক্ষক হওয়া সুজার জালিয়াতিতে ডুবছে স্কুল” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়।

বুধবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহা: নার্সির উদ্দীন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, যে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন নীলাখিয়া আর,জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের জালিয়াতি সংক্রান্ত বিষয়ে ২৬/১২/২০২৪খ্রি. দৈনিক শিক্ষাবার্তা অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে (কপি সংযুক্ত)। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নিম্নস্বাক্ষরকারী আগামী ১০/০২/২০২৫খ্রি. সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন পূর্বক তদন্তকাজ সম্পন্ন করবেন।

আরও পড়ুনঃ এক স্কুলের ১৩ শিক্ষক-কর্মচারীর নিয়োগ জালিয়াতি: তদন্তে তুঘলকি কাণ্ড

এমতাবস্থায়, উপরোল্লেখিত তারিখে প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারীকে উপস্থিত রাখার জন্য অনুরোধ করা হলো ।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া আর. জে পাইলট উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ সুজাউদ্দিন এহেন কোন অপকর্ম নেই যা তিনি বিদ্যালয়টিতে করছেন না। মেয়াদোত্তীর্ণ বিজ্ঞপ্তিতে নিয়োগ নিয়ে প্রধান শিক্ষক হওয়া মোঃ সুজাউদ্দিন স্কুলটির একজন কর্মরত এমপিওভুক্ত শিক্ষকের পদকে শূন্য দেখিয়ে সেই পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর নিকট চাহিদা দিয়ে নতুন শিক্ষককে যোগদান করিয়ে এখন সেই শিক্ষকের এমপিওভুক্তিতে দপ্তরে দপ্তরে দৌড়ঝাঁপ করছেন। প্রধান শিক্ষকের মিথ্যা তথ্যে বর্তমানে সহকারী শিক্ষক গণিতের একটি পদের বিপরীতে কর্মরত তিনজন শিক্ষক। এর মধ্যে একজন পূর্বের এবং দুইজন পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে যোগদান করা। এছাড়াও কর্মরত গণিত শিক্ষককে শুধু শূন্যপদই দেখাননি বাধ্যতামূলক ইফটিতে তথ্য দেয়ার মাউশি কর্তৃক নির্দেশ থাকলেও এই শিক্ষকের কোন তথ্য তিনি দেননি। 

নিউজের বিস্তারিত পড়ুন:- বকশীগঞ্জ: জালিয়াতি করে প্রধান শিক্ষক হওয়া সুজার জালিয়াতিতে ডুবছে স্কুল

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.