ভোলাঃ ভোলার তজুমদ্দিনে বিদ্যালয়ের কক্ষ দখল করে বাসস্থান হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরেজমিনে এমন চিত্র দেখা যায় উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
স্থানীয়রা অভিযোগ করেন, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনে ২য় তলার দুটি কক্ষ দখল করে আবাসিক বাসস্থান হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সহকারী শিক্ষক মাসুদুল হাসান। বসবাসরত কক্ষের উপরতলায় চলছে ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের পাঠদান।
স্থানীয় একাধিক অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়ের ৩ তলা ভবনের ২য় তলা দখল করে আছেন সহকারী শিক্ষকরা। ব্যাচেলর শিক্ষকরা থাকছেন আবাসিক হোটেলের মতো। বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই। অথচ তারা সরকারি বাড়ি ভাড়া ভোগ করছেন। একই ভবনের তৃতীয় তলায় চলছে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক মাসুদুল হাসান প্রথমে কথা বলতে রাজি হননি। পরে তিনি বলেন, পারলে আমাকে বদলি করে পাঠিয়ে দেন।
প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে বাইরে আবাসিক সমস্যা। এখানে শিক্ষক আসতে চায় না। যারা আছেন দূর-দূরান্তের। মৌখিক অনুমতিতে তারা কক্ষগুলো ব্যবহার করছেন।
ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান বলেন, শ্রেণিকক্ষকে আবাসিক হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এমনটি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.