নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসকরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প থেকে সরবরাহকৃত আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের তথ্য সংগ্ৰহ করে সরেজমিনে পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ.কিউ.এম শফিউল আজম স্বাক্ষরিত চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন “তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যে সকল কলেজে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে, সে সকল কলেজে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন আরডিপিপি প্রস্তাবে অন্তর্ভুক্তি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ প্রেক্ষিতে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সংযুক্ত ছকে আপনার অঞ্চল/জেলা/উপজেলায় অবস্থিত প্রকল্পভূক্ত কলেজের তথ্য সংগ্রহপূর্বক প্রকল্প পরিচালক, “তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসকরকারি কলেজসমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.