এইমাত্র পাওয়া

মাউশির ডিজির রুটিন দায়িত্বে অধ্যাপক ড. একিউএম শফিউল আজম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা- (মাউশি) এর নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত মহাপরিচালকের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। অধ্যাপক ড. একিউএম শফিউল আজম মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) মো: মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ড. একিউএম শফিউল আজম (৯৩৩৯)-কে ট্রেজারী ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা (আয়-ব্যয়ন ক্ষমতা) নির্দেশক্রমে প্রদান করা হলো। এ আদেশ সাময়িক সময়ের জন্য অত্যাবশ্যকীয় দৈনন্দিন কার্যাদি সম্পাদনের স্বার্থে কার্যকর থাকবে। উক্ত সময়কালে তিনি কেবল রুটিন দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক একিউএম শফিউল আজম বিসিএস (সাধারণ শিক্ষা) ১৪ তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পে লিয়েনে এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২০ সালের শেষের দিক থেকে মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে কর্মরত আছেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.