এইমাত্র পাওয়া

বাগান থেকে ‘পূজার জন্য ৩ বস্তা ফুল চুরি’, বাকৃবির ৩ শিক্ষার্থীর শাস্তি

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের বাগান থেকে পূজার জন্য ফুল চুরির অভিযোগে শাস্তির মুখে পড়েছেন সাবেক ও বর্তমান তিন শিক্ষার্থী।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে “ভক্তি কুটির ইসকন মন্দিরে” গিয়ে চুরি যাওয়া ফুলগুলো শনাক্ত করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

শাস্তির মুখে পড়া তিন শিক্ষার্থীর মধ্যে এক শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। অপর দুই শিক্ষার্থীর মাস্টার্স শেষ হয়ে যাওয়ায় তাদের হলত্যাগের নির্দেশ দিয়ে কক্ষ তালাবদ্ধ করা হয়েছে।

শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক কাজী কামরুল ইসলাম বলেন, “সোমবার সকালে হলের গার্ডরা ফুল চুরির ঘটনা আমাকে জানায়। পরে খোঁজ নিতে ইসকন মন্দিরে গিয়ে চুরি যাওয়া ফুল শনাক্ত করেন।”

হলের কর্মীরা জানিয়েছেন, তিন শিক্ষার্থী হলের বাগান থেকে তিন বস্তা ফুল নিয়ে যান। পরে এগুলো মন্দিরে পুষ্পাঅভিষেক পূজার জন্য ব্যবহার করা হয়। প্রভোস্ট মন্দির থেকেই এক শিক্ষার্থীকে আটক করেন। তাকে প্রক্টর অফিসে নিয়ে যান এবং বাকি দুই শিক্ষার্থীকে সেখানে ডেকে আনা হয়।

প্রভোস্টের ভাষ্য, প্রক্টর অফিসে অভিযুক্ত তিনজন ফুল চুরির বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ ধরনের কাজ পরবর্তীতে না করার অঙ্গীকার করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল আওয়াল বলেন, “আমার হলের দুই শিক্ষার্থী জড়িত থাকায় তাৎক্ষণিক তাদের রুম তালাবদ্ধ করা হয়েছে এবং হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, “চুরি করা জিনিস দিয়ে ধর্মীয় প্রার্থনা হতে পারে না। অভিযুক্তরা পরিণত বয়সের শিক্ষার্থী। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষের কেউ কথা বলতে চাননি। ওই তিন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading