নিউজ ডেস্ক।। তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকা ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা বিভাগ,নোয়াখালীর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দল ও
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা দলে উদ্বোধনী অনুষ্ঠান অদ্য সকাল ১০ ০০ ঘটিকায় নোয়াখালীস্থ শহিদ ভুলু স্টেডিয়ামে মো: মনছুর আলী চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক, নোয়াখালী , বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিনাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), নোয়াখালী মহোদয়, মাহবুবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী ও সঞ্চিতা দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী মহোদয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তরুণরাই আগামি দিনে যোগ্য নাগরিক হিসেবে দেশ সেবায় আত্মনিয়োগ করবে। খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি শিশুদের শারিরীক সক্ষমতা বৃদ্ধি ও শৃঙ্খলা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তিনি নিয়মতান্ত্রিক সাথে টুর্নামেন্টে অংশগ্রহনকারী ক্ষুদে খেলোয়াড়দের খেলা সম্পন্নকরণের অনুরোধ করেন।
উদ্বোধনী ম্যাচ বালিকা দলে সুবর্ণচর উপজেলার চরবৈশাখী থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম সোনাইমুড়ী উপজেলার মকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল এবং সুবর্ণচর উপজেলার হারুনুর রশীদ সপ্রাবি বালক দল বনাম সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.