বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া ) আয়োজিত জাতীয় সম্মেলন ২০২৫ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূইয়া ও শিক্ষক কর্মচারী ঐক্যেজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়ার সভাপতিত্বে আগামী ২০ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলন সফল করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আজ ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত ও ২০ তারিখ অংশগ্রহণ করার লক্ষ্য প্রচার চালায়। বাংলাদেশ শিক্ষক সমিতি( সেলিম ভূইয়া) আহবায়ক কমিটির আহ্বায়ক ও বিজি ইউনিয়ন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার সিকদার ও সদস্য সচিব এবং বৈশাখীয়া টিএইচএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলাম, ইশাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, জেডএ ভূট্রো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও জনপ্রিয় অনলাইন শিক্ষা বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বিন-ই- আমিন, তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রাসেল খান, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফোরকান মাহমুদ,জেডএ ভুট্রো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ মিজানুর রহমান,বৈশাখীয়া টিএইচএম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান টিপু, সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.