ঢাকাঃ এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন।
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের হোটেল আমারিতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এশিয়া এডুকেশন কনক্লেভ এর আয়োজন করে।
এবারের এশিয়ান এডুকেশন সামিটে বিশ্বের ১০টিরও বেশি দেশ থেকে প্রতিযোগিরা অংশ নেয়। এশিয়াজুড়ে শিক্ষার ওপর তাদের অসামান্য প্রভাবের জন্য ১০০ জনেরও বেশি পুরস্কারপ্রাপ্তকে সম্মানিত করা হয়। সে প্রেক্ষিতে এশিয়ায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যায়ে ‘শিক্ষায় উদ্ভাবন’ বিভাগে নোবিপ্রবির সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীনকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
