নরসিংদীঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা গত ৫ আগস্ট দিয়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ড. আব্দুল মঈন খান।
ড. আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দিয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা গত ৫ আগস্ট দিয়েছে।
ড. আব্দুল মঈন খান আরও বলেন, পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতো কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।
কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে জাকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠানটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.