বিন-ই-আমিন, বরিশাল ।।
২০২৫ সালের কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। ৭ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টায় বরিশাল জেলা আইডিইবি ভবনে এ কর্মশালার আয়োজন করে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শওকত আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক(ভোকেশনাল) প্রকৌশলী ড. জাকারিয়া আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিদর্শক প্রকৌশলী আরিফুর রহমান, ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রণব কুমার দেব, আইডিইবি বরিশাল জেলার সদস্য সচিব প্রকৌশলী শাহীন মিয়া,সাবেক সাধারণ সম্পাদক বরিশাল এএসএম কামাল হোসেন।
ট্রেড ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম আজাদ এর উপস্থাপনায় কর্মশালায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার শিক্ষক নেতৃবৃন্দ নতুন কারিকুলামে তাদের আকাংখা ও শিক্ষার্থীদের চ্যালেঞ্জ ও করনীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. জাকারিয়া আব্বাসী শিক্ষকদের বিভিন্ন সমস্যার দিক নির্দেশনামূলক সমাধানের ইতিবাচক সমাধান দেন। বিশেষ অতিথির বক্তব্যে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রণব কুমার দেব কর্মশালায় উত্থাপিত সকল প্রস্তাবের সমাধানের জন্য শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.