এইমাত্র পাওয়া

নওগাঁ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নওগাঁঃ নওগাঁ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ছাত্র এবং ছাত্রীদের মধ্যে দুটি গ্রুপ ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। রোববার (৮ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজর অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক।

পরে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সুলতানা আইরিন পারভীন। এ সময় বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এসএম মোজাফফর হোসেনসহ কয়েকজন শিক্ষক।

এসময় অধ্যক্ষ মো. সামসুল হক বলেন, ক্রিয়া প্রতিযোগিতাকে ছাত্র ও ছাত্রীদের জন্য দুটি ইভেন্টে ভাগ করা হয়েছে। যেখানে ব্যাডমিন্টন, ক্যারাম, টেবিল টেনিস, তাস, লুডু ও দাবা খেলা রয়েছে। তিনি আরও বলেন, বহুদিন এরকম প্রাণোচ্ছল খেলাধুলা বন্ধ ছিল। যা শিক্ষার্থীদের জন্য দুর্ভাগ্যজনক। এখন থেকে নিয়ম মেনে সকল খেলাধুলার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.