এইমাত্র পাওয়া

সুবর্ণচরে অবসরপ্রাপ্ত ৩ জন প্রাথমিক শিক্ষকের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ।। সুবর্ণচরস্থ পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসাইন , পিআরএলরত সহকারী শিক্ষক মোঃ ফিরোজ আলম ও সহকারী শিক্ষক মো: অলি উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ৩০ নভেম্বর ২০২৪ খ্রি: রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রতন চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন মোঃ ইসহাক মিঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন কাজী মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী, এবিএম নুরেজ্জমান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুবর্ণচর, নোয়াখালী,
ক্বারী মাওলানা মোঃ আবদুল মন্নান, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল ওহী ইসলামিয়া মডেল মাদ্রাসা, ( খাসের হাট রাস্তার মাথা), সুবর্ণচর,নোয়াখালী, মোঃ আবদুল আলিম ভূঁইয়া সুজন, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখা, মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা,নোয়াখালী মোহাম্মদ আলী আক্কাছ, সাধারন সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, মো: ইয়াছির আরাফাত, প্রধান শিক্ষক, আবদুল্যা মিয়ার হাট উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর,নোয়াখালী, মো: শরাফত আলী বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যুোসাহী, চরজব্বর সুবর্ণচর, মোহাম্মদ লোকমান, প্রধান শিক্ষক, উত্তর ব্যাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাসেদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, মোহাম্মদ আবদুল মালেক, প্রধান শিক্ষক, কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী, মাধব চন্দ্র পাল, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ১নং চর জব্বর ইউনিয়ন শাখা,সুবর্ণচর, নোয়াখালী, মো: মমিন উল্যা, ইউনিয়ন পরিষদ সদস্য, ৪ নং ওয়ার্ড, চরজব্বর ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী,মোঃ রুস্তম আলী, প্রধান শিক্ষক, দক্ষিণ চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর,নোয়াখালী, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ রেজা উদ্দিন, কোষাধ্যক্ষ অনুপম চন্দ্র পাল, দপ্তর সম্পাদক জনাব তাপস চন্দ্র দাস, বাবুল চন্দ্র মজুমদার, যোগাযোগ সম্পাদক, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ আবদুল হান্নান, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত), দক্ষিণ চর পানা উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুবর্ণচর, নোয়াখালী প্রমূখ। বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকগণের স্মৃতিচারণে বলেন ১৯৮০ খ্রি: বিদ্যালয়টি অনেক প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে প্রত্যন্ত এলাকার মানুষকে শিক্ষার আলোক বর্তিকা ছড়িয়েছেন। যার প্রেক্ষিতে পরবর্তীতে এ আঙ্গিনায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে অনেকে এখন দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এখানকার মানুষ সারা জীবন শিক্ষাগুরুদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণে রাখবেন এবং আল্লাহ পাক তাদের অবসর জীবনে সুস্থ রাখবেন বলে বক্তাগণ প্রত্যাশা ব্যক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.