এইমাত্র পাওয়া

মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল

আল মাহমুদ জিম।।জুলাই /আগষ্ট  এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য মিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

বক্তারা সকলেই বলেন, বাংলাদেশের ইতিহাসে যেনো কখনোই স্বৈরাচারী রাজনৈতিক দল ক্ষমতায় আসতে না পারে।ছাত্রজনতার বিপ্লবে উৎখাত হওয়া স্বৈরাচারী শেখহাসিনা ও তার দল বিভিন্নভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য হিন্দু -মুসলমান দাঙ্গা লাগানোর ঘৃণিত প্রচেষ্টা অব্যহ্ত রেখেছে,এই ফাদে পা না দেওয়ায় জন্য শিক্ষার্থীদের সতর্ক হওয়ার আহ্বান জানান বক্তারা।

শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে ও ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মত নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.