নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করা গেলে কোন সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।
রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আব্দুল হালিম বলেন, সংস্কারের শুরু হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিশেষ শিশুদের পাশাপাশি সব শিশুদেরকে এই চারিত্রিক গঠন ও নীতিশিক্ষার আদর্শে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্ত করার দাবি জানান বক্তারা। অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্যরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.