এইমাত্র পাওয়া

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক।।দিন দিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী এদিকে মাদারীপুরে সরকারি হসপিটাল গুলোতে গত ২৪ ঘন্টায় ১২ জন রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত ২৯ জন রোগী ভর্তি আছে, মাদারীপুর জেলায় গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত ভর্তি হয়েছে ১১২৪ জন , যার মধ্যে ১০৯৫ জন রোগী রিলিজ পেয়েছেন, এবং দুজন রোগী মারা গিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে অন্যান্য বছরে নভেম্বরের দিকে অর্থাৎ এই সময়টাতে ডেঙ্গু আক্রান্ত রোগী কমে আসে, সে ক্ষেত্রে এবছর এই সময়টাতে ১০ থেকে ১৫ জন রোগী আক্রান্ত হচ্ছে, যা গত বছর ছিল এক থেকে দুইজন মাত্র।

এ কারণে স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে যে বার্তাটি দিচ্ছে,তা হলো যদি সবাই আরো সচেতন হয় তাহলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসবে অচিরেই।

এ কারণে প্রতিরোধ হিসেবে স্বচ্ছ এবং অস্বচ্ছ যে গুলো আছে,যেমন ডাবের খোসা টায়ার এবং এসি যে জায়গায় রাখা হয় সেখানেও অনেক ক্ষেত্রে পানি জমে থাকে,এগুলো দ্রুত অপসারণ করার কথা বলা হচ্ছে।

একি সাথে জ্বর হলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে, বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার কথা বলা হচ্ছে।

সর্বোপরি স্বাস্থ্য বিভাগ থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সচেতন হতে বলছে।

শিক্ষাবার্তা /এ/২২/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.