গোলাম মাওলা।।ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (জাবি) আফসানা করিম রাচি নিহতের ঘটনার প্রতিবাদে এবং ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচির পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে ‘নিরাপদ সড়কের দাবিতে ৫৩ তম আবর্তন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও হল প্রদক্ষিণ করে কলা অনুষদের সামনে এসে অবস্থান গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে পুনরায় মূল ফটকে অবস্থান গ্রহণ করেন।
এর আগে সকাল পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশাপাশি প্রান্তিক গেটেও তালা দেয় শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো থেকে কোনো যানবাহনকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি।
প্রধান ফটকের সামনে শিক্ষক কর্মকর্তাদের অনেককে ব্যাক্তিগত গাড়ি রেখে পায়ে হেটে যেতে দেখা গেছে। এদিকে রিকশা বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে আমবাগন, ইসলামনগর ও গেরুয়া এলাকায় থাকা শিক্ষার্থীরা।
ব্লকেড কর্মসূচি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আদৃতা বলেন, ‘আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে এবং আমাদের ৮ দফা দাবি পূরণের জন্য আমরা আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি।’
শিক্ষার্থীদের আট দফা দাবি হলো- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে, নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, মেডিকেল সেন্টারের জরুরিসেবার মানোন্নয়ন করতে হবে, রেজিস্ট্রেশনবিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সকল রিকশাচালকদের প্রশিক্ষণপূর্বক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে, অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
আদৃতা আরো বলেন, ‘গতকালকে প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি৷ প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে আমাদের দাবিগুলো পূরণের জন্য, এর মধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে আমরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবো এবং সিনিয়র সকল ব্যাচকেও আমাদের সাথে সংহতি জানানোর জন্য আহ্বান করব।’
শিক্ষাবার্তা /এ/২০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.