নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রসংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করেছে। ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম।
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সব কার্যক্রম চলমান রাখবো। এর আগে আমরা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। এখন সময় এসেছে সবাই একত্রিত হয়ে কাজ করার। সেই লক্ষ্যেই আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসের সর্বোচ্চ উন্নতির সাধনে আমরা সর্বদা তৎপর থাকার প্রত্যাশা রাখি।’
সদস্য সচিব হাসান ইনাম বলেন, ‘জাতীয় রাজনীতি এবং ছাত্ররাজনীতির মধ্যে তেমন পার্থক্য এত বছর দেখা যায়নি। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো চাইলেও নিজেদের মনমতো কাজ করতে পারে না। আমাদের এই সমস্যায় পড়তে হবে না। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পাল্টাতে চাচ্ছি। আমাদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণ ও ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে। আমরা ডাকসু নির্বাচন অংশগ্রহণ করবো। সেই লক্ষ্যেই কাজ শুরু করলাম।’
শিক্ষাবার্তা /এ/২০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.