এইমাত্র পাওয়া

জাতীয় প্রেস ক্লাবের কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা গতকাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের দাবির প্রেক্ষিতে এবং সরাসরি ভোটের মাধ্যমে দ্বিবার্ষিক নির্বাচন এক বছর পিছিয়ে আগামী বছরের ডিসেম্বর মাস নির্ধারণ করা হয়।

সভায় সমাপনী বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, সদস্যরা বিভিন্ন দাবি জানিয়েছেন। তারা সংস্কারের কথা বলেছেন। নির্বাচন পেছানোর কথা বলেছেন। তাদের দাবির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আসলে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনের জন্য চার মাস প্রয়োজন। কিন্তু আমরা সে সময় পাইনি। তাছাড়া দায়িত্ব পাওয়ার পর অনেক আর্থিক সঙ্কট গেছে। এজন্য নির্বাচন পেছানো ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের কাছে গণহত্যায় উসকানিদাতা সাংবাদিকদের তালিকা দিয়েছিলেন। আমরা সেখান থেকে কয়েকজনকে জাতীয় প্রেস ক্লাব থেকে বহিষ্কার করেছি। অন্যদের বিষয়েও ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ওপর নানা চাপ আছে। তারপরও আমরা এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবো। এছাড়া আরো যারা ফ্যাসিবাদের দোসর রয়েছেন, বিগত সময়ে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদস্যরা যে দাবি জানিয়েছেন সে বিষয়েও আমরা একটি সিদ্ধান্ত নেবো।

সাধারণ সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তার বক্তব্যে বিগত সভাপতি ফরিদা ইয়াসমিনের আত্মগোপন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সীমান্তে আটক হওয়ার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সম্মান ও ভাবমর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্তের সময়ে ব্যাপক আর্থিক অনিয়ম হওয়ারও অভিযোগ করেন তিনি।

সভায় সদস্যরা ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্তের অনিয়ম তদন্ত, নতুন আরো সদস্য প্রদান, নির্বাচন পেছানো, ফ্যাসিবাদের পক্ষের সদস্য ও বিগত ১৫ বছরে দেয়া অপেশাদার সদস্যদের বহিষ্কার করার দাবি জানান।

অতিরিক্ত সাধারণ সভায় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কবি আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, মো. মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি ও কোষাধ্যক্ষ বখতিয়ার রানা।

আলোচনা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল রহমান শাহীন, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, আমিরুল ইসলাম কাগজী, সৈয়দ তোসারফ আলী, কায়কোবাদ মিলন, কবি মাহমদ শফিক, রোজী ফেরদৌস, সুলতান মাহমুদ বাদল, সরদার ফরিদ আহমদ, শাহীন হাসনাত, বাছির জামাল, আবুল কালাম, এরফানুল হক নাহিদ, খন্দকার আলমগীর হোসেন, সাঈদ খান, ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এ/১৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.