এইমাত্র পাওয়া

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ দিন পেছালো

নিজস্ব প্রতিবেদক।। বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ঢাবি সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ।

 তিনি জানান, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার কারণে আমরা শুধু ‘ক’ ইউনিটের (বিজ্ঞান ইউনিট) পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই দিন চারুকলা ইউনিটের পরীক্ষা হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৫ জানুয়ারি।

ব্যবসায় শিক্ষা ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, আইবিএর ভর্তি পরীক্ষা হবে ৩ জানুয়ারি।

শিক্ষাবার্তা ডটকম/এ/১২/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.