নিজস্ব প্রতিবেদক।।অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কর পরিশোধে ফি বা চার্জ বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মোতাবেক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ২০ টাকা এবং ২৫ হাজারের ঊর্ধ্বে সর্বোচ্চ ৫০ টাকা নিতে পারবে।
বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও দেশে আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ কর বর্ষে রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অনলাইনে আয়কর রিটার্ন দিতে ২৫ হাজার টাকার নিচে কর পরিশোধ করতে ২০ টাকা এবং ২৫ টাকার উপরে কর পরিশোধের ক্ষেত্রে ৫০ টাকার উপরে চার্জ নিতে পারবে না। এএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি ১ শতাংশ বা ৩০ টাকার বেশি ভ্যাট নেওয়া যাবে না। একই সঙ্গে লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এ/১২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.