নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ গ্রহণে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার (১৩ নভেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে,১। যেহেতু, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চ হার সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে;
সেহেতু, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে ৩,০০০ (তিন হাজার) কোটি টাকা ঋণ অথবা ঋণের ওপর অর্জিত/আরোপিত সুদ অথবা উহার (আসল ও সুদ) কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।
২। তবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের ওপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না।
৩। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ (আঠারো) মাসের জন্য বলবৎ থাকবে।
শিক্ষাবার্তা ডটকম/এ/১২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.