দেশের উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই: ভিসি ড. মো. জাহাঙ্গীর আলম

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদিকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ২০২৩-২৪ অর্থবছরে সম্পাদিত গবেষণাসমূহের প্রতিবেদন উপস্থাপন বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বাংলা ঐতিহ্য, ধর্ম ও সংস্কৃতি নিয়ে কলা অনুষদের গবেষণা প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “অত্র অঞ্চলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জ্ঞান বিতরণের পাশাপাশি বাংলাদেশের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার কাজে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। যা এ অঞ্চলসহ সারা বাংলাদেশের জ্ঞান ভান্ডারে অবদান রেখে চলেছে।”

গবেষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “বাংলার যে চিরায়ত জ্ঞান, সংস্কৃতি, ধর্ম আমরা সময়ের পরিক্রমায় ভুলে যেতে বসেছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে তার গতিপথ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সিলেটে হাছন রাজা, কুষ্টিয়ার লালন শাহকে ভুলে যেতে বসেছিলাম। আমার বিশ্বাস এই বিশ্ববিদ্যালয় থেকে সে বিষয়গুলো নিয়ে আবার নতুন করে গবেষণা হবে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি যে অনেক সমৃদ্ধ সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকরা নিশ্চিতভাবে নতুন করে আমাদের সামনে তুলে ধরতে পারবেন।”

দেশের উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। এই গবেষণা প্রতিবেদনগুলো বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মার্জিয়া আক্তার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন।

সেমিনারে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. মো. আবু জাফর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত বিভাগের প্রফেসর ড. রশীদ হারুন ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. রশীদুন্ নবী। সেমিনারে কলা অনুষদ থেকে ১৫ টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরমধ্যে ১০টি বিভিন্ন বিভাগের শিক্ষকদের ও ৫টি শিক্ষার্থীদের।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.