নিজস্ব প্রতিবেদক।। হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
তিনি জানান, হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
শিক্ষাবার্তা ডটকম/এ/০৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.