জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অসুষদে বিভাগের ২১২নং কক্ষে এর আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানের শুরুতে স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বিভাগটি।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এছাড়াও বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. আব্দুস সবুর, সহকারী অধ্যাপক কামাল উদ্দীন, ইসরাত জাহান, শাহাবুব আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসিব ও হামিদা আকন্দো।
পরবর্তীতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.