এইমাত্র পাওয়া

ববি ছাত্রীর মৃ-ত্যু: প্রশাসনের আন্তরিকতায় অবরোধ প্রত্যাহার করল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া নিহতের ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে জামিল হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া বাস মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর মহাসড়ক থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থী ও বাসমালিকদের নিয়ে সভার আয়োজন করে প্রশাসন। যা প্রায় দিবাগত রাত সোয়া ৩টা পর্যন্ত চলে। সভায় নিহত মাইশার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় বাস মালিকপক্ষ। পরে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায়, নিহত মাইশার পরিবারকে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা আর্থিক সহায়তা প্রদান করবে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নিহত মাইশার পরিবারকে যাবতীয় সহায়তা করা হবে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.