এইমাত্র পাওয়া

মহাখালীতে পুলিশ বক্সে আগুন

ঢাকা: পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে রাজধানীর মহাখালীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাদের দুই জন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাখালীতে রেললাইন অবরোধ করার পর এ পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের অবরোধে সারাদেশের সঙ্গে রেলপথে বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানী।

পরে বিকেল সোয়া ৪টার পর পুলিশ সদস্যরা রেললাইনের ওপর অবস্থান করা শিক্ষার্থীদের হটিয়ে দিতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। প্রায় দুই ঘণ্টাতেও এ সংঘর্ষ থামে নি।

ঘটনাস্থল থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আল আমিন হোসেন জানান, পুলিশ বক্সের পাশাপাশি একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা রেললাইন থেকে পাথর নিয়ে তা পুলিশের দিকে ছুড়ে মারছেন। এতে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে। অবরোধকারীদের সরিয়ে দিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

এছাড়াও এলাকাটি থেকে থেমে থেমে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পুলিশের সঙ্গে মহাখালী বাসস্ট্যান্ড এলাকা পরিবহণ শ্রমিকরাও আন্দোলনকারীদের হটাতে যুক্ত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে কয়েক জায়গায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে ১ জন, চট্টগ্রামে ২ জন আর রংপুরে একজন নিহত হয়েছেন।

এ পরিস্থিতিতে ঢাকাসহ ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যেও সংঘর্ষ হয়। এ সময় ইট–পাটকেলের আঘাতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

মঙ্গলবার সকাল থেকে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাজধানী মেরুল বাড্ডায় সড়ক আটকে আন্দোলনে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন। মোহাম্মদপুরে বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেন আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থীরা।

মহাখালীতে রাস্তা আটকে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ওইদিকে বনানীর কাকলীর মোড়েও অবস্থান নিয়েছেন সেখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাড্ডার নতুন বাজার ও কুড়িল এলাকাতেও শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ আছে। নতুনবাজার এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে রেখেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনির আখড়া ও কাজলা রোডের রাস্তার দুই পাশে আটকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে দনিয়া কলেজ ও ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আর রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন সিটি কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সোমবার দিনভর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শুধু ঢাকাতেই আহত হয়েছেন অন্তত ৩০০।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading