এইমাত্র পাওয়া

সাতক্ষীরা মেডিকেলের নতুন পরিচালক ডা. কুদরত-ই-খুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. কুদরত-ই-খুদা।

সোমবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

সেইসঙ্গে একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. শীতল চৌধুরীকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিনি একই মেডেকেলের সুপারিইনটেনডেন্ট ছিলেন। ২০২২ সালের ৩০ জানুয়ারি তিনি সুপারিইনটেনডেন্ট পদ থেকে পরিচালক পদে পদায়ন করা হয়। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.