শিক্ষাবার্তা ডেস্ক: রাশিয়ার একটি সামরিক আদালত ইউক্রেনে অর্থ পাঠানোর জন্য এক রুশ শিক্ষকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ অভিযুক্ত করেছেন এবং ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। অভিযুক্ত বলেছেন, সহকর্মীরা তার সম্পর্কে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
২৭ বছর বয়সী ওই শিক্ষকের নাম দানিল ক্লিউকা। তাকে পাঁচ বছর কারাগারে এবং আরো ১৫ বছর নির্বাসিত উপনিবেশে কাটাতে হবে।
শাস্তিমূলক উপনিবেশ বা নির্বাসিত উপনিবেশ হলো শাস্তির জন্য বন্দিদের দূরবর্তী স্থানে রাখা। সাধারণত একটি দ্বীপ বা দূরবর্তী ঔপনিবেশিক অঞ্চলে সাধারণ জনগণ থেকে বন্দিদের আলাদা রাখা হয় এ সময়।
একজন বেনামী মুখপাত্র গতকাল বৃহস্পতিবার আরআইএ নভোস্তি সংবাদ সংস্থাকে বলেছেন, আদালতের ওয়েবসাইট অনুসারে বুধবার রায় প্রদান করা হয়। আসামীকে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহ’ এবং ‘সন্ত্রাসী কর্মকান্ডে সমর্থন’ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
রুশ মিডিয়া গ্রুপ আরবিকে বলেছে, ক্লিউকা ইউক্রেনের একটি তহবিল ‘কম ব্যাক অ্যালাইভ’-এর জন্য অর্থ সংগ্রহ করেছিল। যার মাধ্যমে ওই দেশের সেনাবাহিনীর জন্য এই অর্থ সংগ্রহ করা হয়। ক্লিউকা বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ২০ হাজার থেকে থেকে ১ লাখ রুবেল (২২৯ মার্কিন ডলার থ থেকে ১১৪৬ মার্কিন ডলার) মূল্যের ক্রিপ্টোকারেন্সি দুটি ব্যাংকে স্থানান্তর করেছে।
অভিযোগ অনুযায়ী, ক্লিউকা ইউক্রেনের আজভ রেজিমেন্টে অর্থ পাঠানোর পরিকল্পনাও করেছিল, যাকে রাশিয়া একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে।
আরবিকে আরো জানায়, ক্লিউকা বিচারের সময় তার দোষ স্বীকার করেছেন। রুশ মিডিয়া জানিয়েছে, মস্কোর লিপেটস্ক অঞ্চল থেকে তাকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে গত বছরের জুলাইয়ে টেলিগ্রাম গ্রুপ পলিটজেক-ইনফোতে ক্লিউকার একটি চিঠি প্রকাশিত হয়। গ্রুপটি রাজনৈতিক নিপীড়ন সম্পর্কিত বিষয় প্রকাশ করে থাকে। সেই চিঠিতে ক্লিউকার লেখেন, তিনি শিং, দাড়ি এবং গোঁফসহ কিছু মানুষ এঁকেছিলেন।
ওই স্কেচগুলো স্থানীয় ক্রেমলিন-পন্থী সংবাদপত্রে প্রকাশ হওয়ার পর তিনি প্রেপ্তার হন।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ক্লিউকা বলেছিলেন, তার স্কুলের সহকর্মীদের সংবাদপত্রের প্রকাশ পাওয়া ওই ছবিগুলো নজরে এসেছিল এবং তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাকে বরখাস্ত করা হয়। ক্লিউকা জানান, হাসতে বা তার অনুভূতি প্রকাশ করতে ওই স্কেচগুলো এঁকেছিলেন। তিনি ওই চিঠিতে আরো লেখেন, তারা এফএসবি নিরাপত্তা পরিষেবাকেও ডেকেছিল। তাদের কাছে সংবাদপত্রগুলো দেওয়া হয়েছিল।
ক্লিউকা চিঠিতে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে বলেন, তার টেলিফোনে পাওয়া অর্থ স্থানান্তরের যে তথ্য পাওয়া গেছে সেটি ইউক্রেন অধিকৃত লুগানস্ক অঞ্চলে আত্মীয়দের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে স্বীকার করতে বাধ্য করা হয়েছে যে, আজভ রেজিমেন্টকে অর্থায়ন করেছিলেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে তার পশ্চিমপন্থী প্রতিবেশীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইউক্রেনের পক্ষে ভিন্নমত বা কথিত সমর্থনের বিরুদ্ধে ব্যাপক ধড়পাকড় শুরু করেছে। এখন পর্যন্ত হাজার হাজার লোককে জেল বা জরিমানা করা হয়েছে। সূত্র : এএফপি
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.