চবি শিক্ষক সমিতির সভাপতি মাহবুব, সম্পাদক নোমান

চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (চবিশিস) কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আবু নোমান নির্বাচিত হয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সকাল ৯টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে রাত সাড়ে ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর এবারের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। ফলে কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে নির্বাচন করেছেন আওয়ামীপন্থি ও বামপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দলেরই দুই পক্ষের ২২ জন প্রার্থী।

নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল এবং যুগ্ম-সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এএসএম বোরহান উদ্দীন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম সাদাত আল সাজিব, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম রেজাউর রহমান, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নবী এবং আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এমদাদুল হক, অধ্যাপক ড. মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং মো. মামুন মোরশ ভূঁইয়া।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

কর্মস্থলে যোগদান করলেন ইবির নতুন উপাচার্য

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্মস্থলে …