চাঁদপুরঃ জেলার কচুয়ায় তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েছেন সোনিয়া আক্তার (২৮) নামের এক মাদরাসাশিক্ষক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ডিএস আলিম মাদরাসায় এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার ওই মাদরাসা সহকারী শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, দুপুর ১২টায় মাদরাসার অফিস কক্ষ থেকে বের হয়ে ক্লাসে যাওয়ার সময় মাথা ঘুরে করিডরে পড়ে যান সহকারী শিক্ষক সোনিয়া আক্তার। অন্যান্য শিক্ষকরা দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে ওই শিক্ষকের ডিহাইড্রেশন হয়েছে। তার চিকিৎসা চলছে।
শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/৩০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.