নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এর চেয়েও আরও ভাল কিছু করতে হবে।
কোয়ালিটি শিক্ষার মান অধিকরত উন্নয়নে সরকার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছে। শুধু একটি বয়স নির্ভর নয়, একজন শিক্ষার্থী লাইফ টাইম শিক্ষা গ্রহণও করতে পারবে।
যেকোন কারণে সে ঝড়ে পড়তে পারে। তবে ইচ্ছা করলে আবারো সে শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা চাচ্ছি একজন শিক্ষার্থী কি মানের মেধা অর্জন করলো তা ঝাছাই বাছাই করতে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নলেজ, ডিসিপ্লিন, স্কিল ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পক্ত করতে হবে।
আমরা চাচ্ছি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের। সে লক্ষেই আমরা বিশ্বের উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে কাজ করছি।
তিনি সোমবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাঃ এম এম আমজাদ হোসেন মিলেনায়তনে উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে এসব কথা বলেন।
ড. মেসবাহ উদ্দিন বলেন, বিজ্ঞান শিক্ষায় বিনিয়োগ করে দক্ষিণ কোরিয়া এখন অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ। তাই উচ্চ শিক্ষায় বিনিয়োগ করলে সে জাতি ভালবান হবেই।
আমরা চেষ্টা করছি নানা দিক বিবেচনা করে শিক্ষা ক্ষেত্রেও কোয়ালিটি এডুকেশন ব্যস্তবায়ন করে জাতিকে এগিয়ে নিতে। এক্ষেত্রে সরকার যথাযথ দায়িত্বশীল ভুমিকা রাখছে।
এসময় কাউন্সিলের পুর্নকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীরের সভাপতিত্বে পুর্নকালীন সদস্য প্রফেসর ড. গুলশান আরা লতিফা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাফিজা খাতুন, বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. চিত্ত রঞ্জন মিশ্র, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ড. রিতা পারভিন বক্তব্য রাখেন।
কর্মশালায় উত্তরাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী কলেজের শিক্ষকসহ মোট ১৫২ জন প্রতিনিধি অংশ নেয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.