দেশের ১ম বিশ্ববিদ্যালয় হিসেবে কিউএস ৪ স্টার পেল এআইইউবি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কিউএস ‌‌‌‘৪ স্টার’ রেটিং মাইলফলক অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। কিউএস স্টার বিশ্ববিদ্যালয় রেটিং সিস্টেম যা শিক্ষার গুণমান, সুযোগ-সুবিধা, স্থায়িত্ব, গবেষণা এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলো মূল্যায়ন করে।

এ বছর এআইইউবি কর্মসংস্থান, একাডেমিক ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে ‘৫ স্টার’ রেটিং; শিক্ষা, সুযোগ-সুবিধা এবং প্রোগ্রাম স্ট্রেন্থ ক্যাটাগরিতে ‘৪ স্টার’ রেটিং; আন্তর্জাতিকীকরণে ‘৩ স্টার’ রেটিং এবং সর্বোপরি ‘৪ স্টার’ রেটিং অর্জন করেছে।

এই অসামান্য কৃতিত্ব এআইইউবিকে গুণগতমানের শিক্ষা প্রদান, গবেষণাকে উৎসাহিত এবং উদ্ভাবনকে জোরদার করবে। এআইইউবি’র ব্যতিক্রমী শিক্ষার মান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা, মনোরম ও প্রাণবন্ত ক্যাম্পাস এবং গবেষণার জন্য কিউএস জরিপে ‘৪ স্টার’ রেটিং মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এইচএম/২৬/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ …