ময়মনসিংহঃ ফেসবুকে ধর্মীয় অপপ্রচারের অভিযোগে এক কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সুনীল চন্দ্র ঘোষ ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক। নগরীর বাঘমারা এলাকায় বসবাস করেন তিনি।
কলেজ কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৩ এপ্রিল রাতে নিজের ফেসবুক আইডিতে ধর্মীয় বিদ্বেষমূলক একটি পোস্ট শেয়ার ও কমেন্ট করেন শিক্ষক সুনীল চন্দ্র ঘোষ। বিষয়টি নিয়ে স্থানীয় ইমামদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বুধবার দুপুরে কলেজের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক সুনীলকে সাময়িক বরখাস্ত করা হয়। একই দিন বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার পর স্থানীয় পরিবেশ প্রতিকূলতার দিকে যেতে শুরু করে। পোস্ট শেয়ার ও কমেন্ট করার কথা স্বীকারও করেছেন শিক্ষক। পরিস্থিতি সামাল দিতে শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ জানতে ১৫ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।’
এদিকে শিক্ষক সুনীল চন্দ্রের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। শম্ভুগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের ইমাম আবদুল কাইয়ুম বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, ‘ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার ও তাতে কমেন্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন সুনীল।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এইচএম/২৬/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.