এইমাত্র পাওয়া

সরকারি গাছ বিক্রি করলেন সহকারী প্রধান শিক্ষক আকছির মিয়া

হবিগঞ্জঃ জেলার আজমিরীগঞ্জে টিএনটি (বিটিসিএল) ভবনের সামনের কয়েক লাখ টাকা মূল্যের ১০টি গাছ কর্তৃপক্ষের কোনো রকমের অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কাকাইলছেও ইউনিয়নের হাজী আব্দুল হেকিম ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আকছির মিয়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার কাকাইলছেও ইউনিয়নের টিএনটির (বিএটিসিএল) পরিত্যক্ত পুরাতন ভবনের সামনের ১টি কদম ও ৯টি আকাশমনি জাতের বড় আকৃতির গাছ মো. আকছির মিয়া স্থানীয় মুসা মিয়ার কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। পরে মুসা গাছগুলো বাজারের কাঠ ব্যবসায়ী মো. আসাদুজ্জামান ওরফে হুমায়ুন মিয়ার কাছে বিক্রি করে।

সরেজমিনে দেখা যায়, টিএন্ডটি ভবনের সামনে সদ্য কাটা গাছগুলোর গোড়া পড়ে রয়েছে। এ ছাড়াও স্থানীয় বাজারের একটি করাতমিলের সামনে গাছগুলো কেটে মজুদ করে রাখা হয়েছে।

এ বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, মুসা মিয়া হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকছির মিয়ার কাছ থেকে গাছগুলো ক্রয় করে। পরে আমি তার কাছ থেকে কিনে নেই।

কাকাইলছেও টিএনটির (বিএটিসিএল) পরিত্যক্ত ভবনে অস্থায়ীভাবে বসবাসকারী হেলেনা আক্তার জানান, প্রায় ১০ দিন আগে মুসা মিয়া নামের এক ব্যক্তি এ গাছগুলো কেটে নিয়ে যান।

এ বিষয়ে মুসা মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুটোফোনে একাধিকবার কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আর হাজী আব্দুল হেকিম ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আকছির মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে গাছ বিক্রির বিষয়টি অস্বীকার করেন তিনি।

হবিগঞ্জ জেলা বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক শিরীষ চন্দ্র দাস বলেন, আকছির মিয়া নামে এক শিক্ষক ওই গাছগুলো বিক্রি করেছেন বলে আমাদের স্থানীয় দপ্তর কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। ঈদের ছুটির পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে আজমিরীগঞ্জ থানাকে জানানো হবে।

এদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়া কোনোরকম দরপত্র আহ্বান না করেই স্থানীয় এক ব্যক্তির নিকট গাছগুলো বিক্রি করে দেওয়ায় এলাকার সচেতন মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.