বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল প্রাথমিকের প্রধান শিক্ষকের

খুলনাঃ জেলার  বটিয়াঘাটায় বিদ্যুতায়িত হয়ে উমানন্দ পাল (৫০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। মৃত উমানন্দ পাল স্থানীয় কে এ জে ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, উমানন্দ পাল বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে নিজস্ব সবজি খেতে পানি দিতে গিয়েছিলেন। ওই সবজি খেতের পাশে সেচ পাম্পে বিদ্যুতের লাইন দেওয়া ছিল। সেচ পাম্পের সঙ্গে সবজি খেতের চারপাশের বেড়ারও বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। বেড়ার বিদ্যুতের তার লিক হয়ে যাওয়ায় উমানন্দ খেতে প্রবেশের সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নেত্রকোণায় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে প্রাথমিক …