এইমাত্র পাওয়া

আমি শিক্ষক রাজনীতির পক্ষে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুনামগঞ্জঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষকতা পেশায় আমার ১৯টা বছর কেটেছে। একজন বলেছেন, শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে। শিক্ষক রাজনীতির প্ল্যাটফর্ম বন্ধ হলে ওনাদের জন্য কথা বলার লোক থাকবে না। আমি তাদের রাজনীতির পক্ষে। কোনো না কোনো প্ল্যাটফর্ম থাকবে যেখান থেকে কথা বলতে হবে। সমস্যার সমাধান তুলে আনতে হবে।

রবিবার  (১০ মার্চ) দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

মায়েদের ও শিক্ষকদের জন্য আমার সিমপ্যাথি থাকবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও শিক্ষক রাজনীতি করে আসছি। শিক্ষকদের চাওয়া পাওয়ার জায়গাগুলো আমাদের নেতৃত্ব দিয়েই তুলে আনতে হয়। ছাত্র রাজনীতিরও পক্ষে আমি। না হলে ছাত্রদের কথা বলবে কে? ছাত্ররা ছাত্রদের কথা বলবে, মায়েরা মায়েদের কথা বলবে।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ঘর হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার জায়গা। বাচ্চাদের সহানুভূতিশীল হওয়ার ও মানুষের পাশে থাকার শিক্ষা দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষকতা পেশায় আমার ১৯টা বছর কেটেছে। একজন বলেছেন, শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে। শিক্ষক রাজনীতির প্ল্যাটফর্ম বন্ধ হলে ওনাদের জন্য কথা বলার লোক থাকবে না। আমি তাদের রাজনীতির পক্ষে। কোনো না কোনো প্ল্যাটফর্ম থাকবে যেখান থেকে কথা বলতে হবে। সমস্যার সমাধান তুলে আনতে হবে।

রবিবার  (১০ মার্চ) দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

মায়েদের ও শিক্ষকদের জন্য আমার সিমপ্যাথি থাকবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও শিক্ষক রাজনীতি করে আসছি। শিক্ষকদের চাওয়া পাওয়ার জায়গাগুলো আমাদের নেতৃত্ব দিয়েই তুলে আনতে হয়। ছাত্র রাজনীতিরও পক্ষে আমি। না হলে ছাত্রদের কথা বলবে কে? ছাত্ররা ছাত্রদের কথা বলবে, মায়েরা মায়েদের কথা বলবে।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ঘর হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার জায়গা। বাচ্চাদের সহানুভূতিশীল হওয়ার ও মানুষের পাশে থাকার শিক্ষা দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.