বিদেশে উচ্চ শিক্ষায় সুযোগ দিতে রাজধানীতে চলছে শিক্ষামেলা

ঢাকাঃ বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে ক্রমেই বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহ। আর উচ্চ শিক্ষার অবিশ্বাস্য সব সুযোগ শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়েছে দুই দিনের দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা মেলা।

উচ্চ শিক্ষা বিষয়ক কনসালটেন্সি ফার্মগুলোর সংগঠন- ফরেন অ্যাডমিশন কনসালট্যান্ট এসোসিয়েশন- ফ্যাকড ক্যাবের আয়োজনে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব এবং বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান ।

অ্যাসোসিয়শনের সভাপতি কাজী ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মোর্তুজা হোসেন সরকার হিমেল, সাধারণ সম্পাদক গাজী তারেক ইবনে মোহাম্মদ , মেলা কমিটির কনভেনার খোরশেদ আলম রিপন এবং সদস্য সচিব আবুল হাসান উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোসহ মোট ৪০ টি দেশের ৩ শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে এ আয়োজনে। মেলায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। থাকছে অন স্পট অ্যাসেসমেন্ট, ফ্রি এপ্লিকেশন, স্কলারশিপসহ ভর্তি সংক্রান্ত খুটিনাটি। শনিবারও মেলা চলবে সকাল ১০ টা থেকে ৭ টা পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.