এইমাত্র পাওয়া

বিদেশে উচ্চশিক্ষা: বৃত্তির সুযোগ

পাদোয়া বিশ্ববিদ্যালয়ে ৫৯টি বৃত্তি
উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়। বিশ্বের শীর্ষ ২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি। ১২২২ সালে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়টি ইতালির দ্বিতীয় প্রাচীনতম এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এর অবস্থান ১১৫তম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আন্তর্জাতিক উচ্চ মেধাবী শিক্ষার্থীদের ৫৯টি বৃত্তি প্রদান করবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির সংখ্যা
মোট বৃত্তির সংখ্যা ৫৯টি।

বৃত্তির সময়কাল
■ স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২ বছর।
■ স্নাতক শিক্ষার্থীদের জন্য ৩ বছর।

বৃত্তির পরিমাণ
প্রতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো পাবেন। দুই কিস্তিতে এই বৃত্তি প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
■ ইতালির নাগরিক নন।
■ ইতালিতে বাস করেন না।
■ ইতালির বাইরের কোনো দেশে পড়াশোনা করেছেন।

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বা পাদোয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ৭ মার্চ, ২০২৪।
সূত্র: পাদোয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কানাডা। দেশটির সৃজনশীল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ওয়াটারলু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রদান করবে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়টির বৃত্তি স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি অধ্যয়নের জন্য প্রযোজ্য। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ও এটি উন্মুক্ত। বৃত্তির সংখ্যা নির্দিষ্ট নয়।

বৃত্তির পরিমাণ 
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য:
■ এক মেয়াদি অধ্যয়নের অভিজ্ঞতার জন্য ২৫০০ ডলার বা ২ লাখ ৭৩ হাজার টাকা পর্যন্ত।
■ এক মেয়াদি কাজ বা স্বেচ্ছাসেবক অভিজ্ঞতার জন্য ২৫০০ ডলার বা ২ লাখ ৭৩ হাজার থেকে ৫০০০ ডলার বা ৫ লাখ ৪৭ হাজার টাকা পর্যন্ত।
■ দুই মেয়াদি কাজ বা স্বেচ্ছাসেবক অভিজ্ঞতার জন্য ১০০০০ ডলার বা ১০ লাখ ৯৪ হাজার টাকা পর্যন্ত।

স্নাতকোত্তর পর্যায়ের প্রতি শিক্ষার্থীকে মোট ১০০০০ ডলার অথবা ১০ লাখ ৯৪ হাজার টাকা প্রদান করা হবে। সর্বোচ্চ পাঁচ মেয়াদের জন্য প্রতি মেয়াদে ২৫০০ ডলার অথবা ২ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হবে।

বৃত্তির সময়কাল
নির্বাচিত কোর্স অনুযায়ী।

আবেদন যোগ্যতা
■    আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
■    বৈধ কানাডিয়ান স্টাডি পারমিটধারী হতে হবে।
■    আইইএলটিএস ৬.৫ বা টুয়েফেল ৮০ নম্বরসহ ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা
স্নাতক: ১৫ মার্চ, ১৫ জুলাই, ১৫ নভেম্বর।
স্নাতকোত্তর বা পিএইচডি: প্রোগ্রাম অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া
■    শিক্ষার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তরের যেকোনো একটি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
■    বৃত্তির জন্য আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন ও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ঠিকানায় বা ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ওয়েবসাইটে

সূত্র: ইউনিভার্সিটি অব ওয়াটারলু।
অনুবাদ: মারুফা মাহজাবীন মম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.