নিজস্ব প্রতিবেদক।।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি শুরু হয়েছে । আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
দেশে সরকারি মেডিকেল কলেজে পড়ালেখার জন্য ভর্তির সময় একজন শিক্ষার্থীকে শুধু ভর্তি খরচ হিসেবে ২৫ হাজার টাকা দিতে হয়। বেসরকারি খাত হিসেবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফিস ১ হাজার ৫০ টাকা, ডিন ফান্ড ফিস ১ হাজার ৫০ টাকা, সনদপত্র/নম্বরপত্র যাচাই ফিস ৩ হাজার টাকা, সাধারণ তহবিল ফিস ১ হাজার ৫০টাকা, বিশ্ববিদ্যালয় অধিভুক্তি/নবায়ন ফিস ২০০ টাকা, বিএমডিসি রেজিস্ট্রেশন ফিস ৫২০ টাকা, টার্ম পরীক্ষা ফিস ৩ হাজার ৫০০ টাকা, আইডেন্টি কার্ড ফিস ৩০০ টাকা, ধর্মীয় তহবিল ফিস ৫০০ টাকা, উন্নয়ন ফিস ৫ হাজার টাকা, বিবিধ ৩ হাজার ৫০০ টাকা, ছাত্র কল্যাণ ফিস ২ হাজার টাকা, হোস্টেল ম্যানেজম্যান্ট ফিস ৩ হাজার টাকা। এখানে মোট ২৪ হাজার ৬৭০ টাকা। সরকারি খাত হিসেবে টিউশন ফিস ২০০, ভর্তি ও পুনঃভর্তি ৫০, সিট ভাড়া ৬০সহ মোট ৩৩০ টাকা । সব মিলিয়ে ২৫ হাজার টাকা।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)।
মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।
শিবা/জামান-২০.০২.২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.