এইমাত্র পাওয়া

শিক্ষিকার মৃত্যু: ঘুষের টাকা ফেরত দিলেন সভাপতি-প্রধান শিক্ষক

সিরাজগঞ্জঃ জেলার কাজীপুরে ঘুষের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। এ ঘটনায় ঘুষের টাকা ফেরত দিলেন জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরত দেন তাঁরা। এতে মধ্যস্থতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন।

ইউএনও বলেন, ‘জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষিকা রোকেয়া খাতুনকে এমপিওভুক্তি করে দেওয়ার কথা বলে কয়েক ধাপে ৩ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিশ্রুতি মোতাবেক তাঁরা সেই টাকা ফেরত দিয়েছেন আমার উপস্থিতিতেই।’

ইউএনও আরও বলেন, ‘শিক্ষক নিয়োগে প্রতারণা ও বেতনহীন ২০ বছরের পারিশ্রমিক চেয়ে রোকেয়ার স্বামী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় পরবর্তী সময় তদন্ত করে সে বিষয়ে সুপারিশ করা হবে।’

শিক্ষিকা রোকেয়া খাতুনের স্বামী আব্দুল করিম বলেন, ‘বেতন করে দেওয়ার কথা বলে সভাপতি ও প্রধান শিক্ষক যে টাকা নিয়েছিলেন তা ফেরত পেয়েছি। তবে আমার স্ত্রীকে বিগত ২০টি বছর বেতনহীন খাঁটিয়ে নিয়েছেন তার পারিশ্রমিক চাই আমরা। জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।’

এর আগে একাধিকবার ঘুষ দিয়েও এমপিওভুক্তি না হওয়ার হতাশায় রোকেয়া খাতুন স্ট্রোক করে গত সোমবার মারা যান। পরে ঘুষের টাকা ফেরতের দাবিতে ওই দিন সকালে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। তোপের মুখে জনতার সামনে ঘুষের ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। ইউএনও সোহরাব হোসেন ও কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদের উপস্থিতিতে তিন দিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে স্বজনেরা মরদেহ দাফনের ব্যবস্থা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.